Snapshot 22
SHARE

Snapshot 22

বাম আমলের মাফিয়া, বলা ভালো জমি মাফিয়া খয়েরপুরের পরেশ ঘোষ শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লো।
বুধবার পূর্ব থানার পুলিশ তাকে তার আস্তানা থেকে গ্রেফতার করে থানায় আনে। পরে এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকে সদর পুলিশের এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, খয়েরপুর এলাকার বাসিন্দা অপু রানী সরকারের লিখিত অভিযোগমুলে পরেশ ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
অপু রানী সরকার তার নিজের একটি জমি বিক্রি করার জন্য চেষ্টা করছিলেন। সে জায়গায় পরেশ সরকার দুই কোটি টাকা অগ্রিম দেওয়ার জন্য অপু রানি সরকারকে চাপ সৃষ্টি করে। লিখিত অভিযোগ হাতে পাবার পরেই তাকে গ্রেফতার করা হয়।
এসডিপিও দেবপ্রসাদ রায় জানান ভারতীয় ন্যায় সংহিতার অন্যতম শক্তধারা এক্ষেত্রে অভিযুক্তে এবং তার সঙ্গীদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে।কেননা এটি অর্গানাইজ ক্রাইমের অন্তর্গত।
বাম আমলের কুখ্যাত এই জমি মাফিয়া ধরা পড়ায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে খয়েরপুর চন্দ্রপুর এলাকার লোকজন। বাম জনপ্রতিনিধিদের কল্যাণে বনিক্য চৌমুহনির বিনয় দুলালের বন্ধু তথা স্নেহের পাত্র পরেশ ঘোষ বছরের পর বছর সাধারণ মানুষের জমি জমা বলপূর্বক কেড়ে নিয়ে বহু কোটি কালো টাকার মালিক পরিণত ।সাম্প্রতিক কালে কুখ্যাত এই জমি মাফিয়া শাসক দলের কিছু চুনোপুটি নেতার হাত ধরে বিজেপি দলে মিলিয়ে যাবার চেষ্টা করে। খয়েরপুর বিধানসভা এলাকায় নামে বেনামে তার বেশ কয়েক কোটি টাকার জমি রয়েছে। বেশিরভাগই গরিব মানুষের জমিজমা।


SHARE