Snapshot 1
SHARE

Snapshot 1

যানজট এড়াতে বটতলায় অভিযানে খোদ ট্রাফিক সুপার
রাজধানীর বটতলা এলাকায় যান জট একটি নিত্য দিনের সমস্যা। তাই এই বটতলা এলাকাকে যানজটমুক্ত করতে বুধবার খোদ ট্রাফিক পুলিশ সুপার মানিক দাসের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিকের একটি টিম বিশেষ অভিযানে নামে। বটতলায় যানজটের প্রধান কারণ স্থানীয় ব্যবসাহীরা দোকানের সামনে কিংবা রাস্তার উপর গাড়ি বাইক পার্কিং করে রাখছেন। তাছাড়া অবৈধ কিছু হকার আছেন যারা রাস্তা দখল করে দোকান সাজিয়ে বসেছেন। এই সমস্যাগুলি ট্রাফিক সুপারের নজরে আসে. যদিও এদিন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাফিক সুপার ব্যবসাহীদের প্রতি নির্দেশ দেন, যে খানে পার্কিং প্লেস আছে সেখানেই বাইক রাখতে হবে। যত্র তত্র বাইক গাড়ি রাখা যাবে না. দ্বিতীয়ত অবৈধ হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে সাধারণ মানুষের অভিযোগ আগরতলা শহরে ট্রাফিক ব্যবস্থা বলতে কিছুই নেই। হঠাৎ এক দিন ট্রাফিক কিংবা পুর নিগম এই ধরণের অভিযান চালিয়ে কখনোই সমস্যার স্থায়ী সমাধান করতে পারবে না। নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি এর একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। শহরের বিভিন্ন জায়গায় পার্কিং প্লেস গড়ার পাশাপাশি ফুটপাথ দখলদার হকার কিংবা বেবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।


SHARE