বাড়ির কুয়ো পরিষ্কার করতে গিয়ে দৈবক্রমে প্রাণে বাঁচলেন একই পরিবারের তিন ভাই সহ আরো একজন। কুয়োর ভেতরেই জ্ঞান হারালেন তারা। পরে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় রাজেন্দ্র নগরে।
কুয়ো পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো একসাথে চারজন। কুয়োর ভেতরে অক্সিজেনের সমস্যা জনিত কারণে জ্ঞান হারায় তারা। ঘটনা শুক্রবার দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজেন্দ্রনগর এলাকায়।
ঘটনার বিবরনে জানা গেছে, এদিন নিজ বাড়িতে শৌচালয়ের একটি নতুন কুয়ো পরিষ্কার করতে কুয়োতে নামেন প্রদীপ মালাকার নামে এক ব্যক্তি। কুয়োর ভেতরে কিছু জায়গা নেমেই হঠাৎই জ্ঞান হারান তিনি। পরে তাকে উদ্ধার করার জন্য কুয়েতে নামেন একে একে তার দুই ভাই পবিত্র মালাকার এবং প্রভাত মালাকার। একইভাবে তারাও সঙ্গাহীন হয়ে পড়েন কুয়েতে নেমে। পরে তাদের উদ্ধার কাজে হাত লাগাতে এলাকার সিলু দে নামে এক বাসিন্দাও কুয়েতে নামলে সেও সেখানে জ্ঞান হারায় বলে জানিয়েছেন আহতদের পরিবারের লোকজন। পরে এলাকার মানুষের সহযোগীতায় দুজনকে দড়ির সাহায্যে বের করা হয় কুয়ো থেকে। ঘটনা প্রত্যক্ষ করে হৈচৈ শুরু করেন বাড়ীর লোকজন। এলাকার মানুষ ভীড় জমান ঘটনাস্থলে। খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। পরে দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে অন্য সঙ্গাহীনদের কুয়ো থেকে উদ্ধার করে নিয়ে যায় ফটিকরায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন চারজন। তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল।
গভীর কুয়োতে অক্সিজেন জনিত সমস্যার কারনেই ঘটে এই বিপত্তি।বরাত জোরে এদিন প্রাণে বাঁচেন চারজন। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মুহূর্তেই ছড়িয়ে পরে চাঞ্চল্য।