Snapshot 13
SHARE

Snapshot 13

মনু বাজার থানার পুলিশের হাতে শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয় বাদল ত্রিপুরার। আজ দুপুরবেলা মৃত বাদল ত্রিপুরার বাড়ির লোকজনদের সাথে রাজ্যের প্রদেশ কংগ্রেস দলের নেতৃত্বরা। নেতৃত্ব তো মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ ত্রিপুরা জেলার কংগ্রেস দলের জেলা সভাপতি মিতুল পাটালি, রাজ্যের প্রদেশ আদিবাসী কংগ্রেস ভাইস চেয়ারম্যান অটুল দেববর্মা, জেনারেল সেক্রেটারি দিলীপ রিয়াং সহ আরো অন্যান্য নেতৃত্বরা সাথে ছিলেন। রাজ্য কংগ্রেসের আদিবাসী দলের নেতৃত্বরা মৃত বাদল ত্রিপুরার বাড়িতে গিয়ে দেখতে পায় অসহায় হতদরিদ্র মৃত বাদল ত্রিপুরার মৃত্যুকালে ছোট ছোট তিন শিশুকন্যা এবং স্ত্রীকে রেখে যায়। আদিবাসী পর্যপক্ষক নেতৃত্বদের রাজ্য সরকারের কাছে দাবি রাখলেন মৃত বাদল ত্রিপুরার মৃত্যুতে পরিবারটির জন্য অন্তত ২৫ লক্ষ্য হাজার টাকা যাওয়ার জন্য এবং মৃত বাদল ত্রিপুরার স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার জন্য। এছাড়া আরো দাবি জানালেন নিরপেক্ষ হয়ে হাইকোর্টের জাস্টিসকে সাথে নিয়ে কমিটি গঠন করে নিরপেক্ষ তদন্ত করে দস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। এরপর চলে ছুটে আসেন মনু বাজার থানায়। দেখা করলেন ইনভেস্টিগেশন কেসের আয়ুর সাথে।


SHARE