Snapshot 12
SHARE

Snapshot 12

স্বামী বিবেকানন্দ ময়দানে হেরিটেজ ফেস্ট ২১ থেকে ২৭ নভেম্বর
আগরতলায় যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে হেরিটেজ ফেস্ট। আগামী ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তা চলবে স্বামী বিবেকানন্দ ময়দানে। দেশের ২৬ টি রাজ্য ও প্রতিবেশী কয়েকটি দেশ থেকে প্রতিনিধিরা তাতে অংশ নেবেন। কয়েকটি রাজ্যের স্টলও থাকবে এখানে। এই বছর হেরিটেজ ফেস্ট এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া থাকবেন মন্ত্রী টিঙ্কু রায় ও মেয়র দীপক মজুমদার। বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা তাদের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে স্বসহায়ক দলের সদস্যদের হাতে নির্মিত বিভিন্ন সামগ্রী ও নানা রকম খাবারের ষ্টল। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে যুব বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। উদ‍্যোক্তাদের পক্ষ থেকে বাংলাদেশকেও আমন্ত্রন জানানো হয়েছে। সে দেশের প্রতিনিধিরা আসবেন কি না এই বিষয়ে উদ‍্যোক্তার স্পষ্ট কিছু বলতে পারেন নি। তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়ে এলে অবশ‍্যই স্বাগত জনাবেন বলে জানান। এই যুব বিকাশ কেন্দ্র বরাবরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি করা হয়।


SHARE