Snapshot 4
SHARE

Snapshot 4 1

আবারো আজ গুপন খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে উদয় পুর দিকে ১ নম্বর রেল ট্রেকের সাইডে ঝুপ ঝার তাল্লাশি চালিয়ে উদ্ধার করেছে মোট ২১ কেজি শুকনো গাজা, যেগুলি ট্রেনে করে বহিরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এরপর এগুলি সিজার করা হয় এবং এই অবৈধ গাজা গুলির মালিকানা কে বা কারা হতে পারে এ নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । এই গাজা গুলির আনুমানিক বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৬৮ হাজার টাকা হবে বলে জানায় জিআরপি থানার পুলিশ।


SHARE