ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছে মুহাম্মদ ইউনূস প্রশাসন। মঙ্গলবার বিকেলে তিনি ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের রাষ্ট্রদূত বর্মা বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে একান্ত আলোচনা করছেন।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই প্রেক্ষাপটে সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে হামলার অভিযোগ উঠে। ইতিমধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের এক শীর্ষ কর্মকর্তা-সহ চারজনকে সাসপেন্ড করেছে ত্রিপুরার বিজেপি-শাসিত সরকার।
এই হামলার ঘটনায় নয়াদিল্লি তীব্র নিন্দা জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “যে পরিস্থিতিই থাকুক, কোনও দেশের দূতাবাস বা উপদূতাবাসকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়।”
এদিকে, এই ঘটনার জেরে ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ‘প্রথম আলো’র প্রতিবেদনে বলা হয়েছে, আগরতলার ঘটনার পর সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে। একইসঙ্গে ভারতীয় দূতাবাস ও উপদূতাবাসগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
চট্টগ্রামের এক বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ পুলিশ চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে। জামিনের আবেদন নামঞ্জুর হওয়ায় তাকে জেল হেফাজতে পাঠানো হয়। গ্রেফতারির সময় আদালত চত্বরে বিক্ষোভ হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি ঘিরে যখন বাংলাদেশ উত্তাল, তখনই আগরতলায় হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।